Inform ATU - Anti Terrorism Unit App Bangladesh
App stats
- view network connections
- disable your screen lock
- full network access
- change your audio settings
- run at startup
- control vibration
- prevent device from sleeping
Ranking
Other platforms
App summary
সন্ত্রাসবাদ/জঙ্গিবাদ/উগ্রবাদ, সাইবার অপরাধ, অস্ত্র/গোলাবারুদ/বোমা/বিস্ফোরক, সংঘবদ্ধ অপরাধ, আন্তঃদেশীয় অপরাধ, মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সর্ম্পকে নিজের পরিচয় গোপন রেখে “Inform ATU” অ্যাপসের মাধ্যমে পুলিশকে তথ্যাদি প্রেরণ করতে পারবেন।
ব্যবহার নির্দেশিকাঃ
এন্টি টেররিজম ইউনিটের মোবাইল এপ্লিকেশন “রিপোর্ট ক্রাইম”-এ আপনাকে স্বাগতম। এপ্লিকেশনটির বিস্তারিত ব্যবহার নির্দেশিকার জন্য স্ক্রল করুন। মোবাইল এপ্লিকেশনটি হোম পেইজে আপনি ৬টি মূল বাটন দেখতে পাবেন। যেগুলো হলো- সন্ত্রাসবাদ/জঙ্গিবাদ/উগ্রবাদ, সাইবার অপরাধ, অস্ত্র/গোলাবারুদ/বোমা/বিস্ফোরক, সংঘবদ্ধ অপরাধ, ওয়ান্টেড লিস্ট এবং ব্যবহার নির্দেশিকা।
সন্ত্রাসবাদ/জঙ্গিবাদ/উগ্রবাদঃ আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা আপনার স্মরণে থাকা কিংবা আপনার পরিচিত যে কারো থেকে জানতে পাওয়া জঙ্গীবাদ/উগ্রপন্থা সংক্রান্ত যে কোন তথ্য আপনি এখানে দিতে পারেন।
সাইবার অপরাধঃ আপনার বা আপনার পরিচিত যে কারো ফেসবুক/ইমেইল/টুইটার/ লিঙ্কড-ইন এবং অন্যান্য যে কোন সোসাল সাইট হ্যাক কিংবা আপনার প্রোফাইল এর ছবি ব্যবহার করে কেউ কোন ভুয়া একাউন্ট তৈরী করে থাকলে কিংবা আপনার ছবি বা ব্যক্তিগত তথ্য বিনা অনুমতিতে চেনা/আচেনা কোন বিশেষ উদ্দেশ্যে কেউ অন্যত্র ব্যবহার করে থাকলে ইত্যাদি নানাবিধ অনলাইন সংক্রান্ত তথ্য আপনি আমাদের দিতে পারেন।
অস্ত্র/গোলাবারুদ/বোমা/বিস্ফোরকঃ আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা সন্দেহভাজন যে কোন প্রকার দেশী/বিদেশী অস্ত্র/গোলাবারুদ/বোমা/বিস্ফোরক সংক্রান্ত তথ্য আপনি আমাদের দিতে পারেন।
সংঘবদ্ধ অপরাধঃ আপনার কিংবা আপনার কোন আত্মীয়/বন্ধু-বান্ধব কিংবা পরিচিত যে কারো ক্রেডিট/ডেবিট কার্ড জালিয়াতি, অনলাইন ব্যাংকিং জালিয়াতি, বিকাশ/ ইউক্যাশ ইত্যাদি জালিয়াতির যে কোন সংবাদ কিংবা আপনার অনুমানকৃত কিংবা জানা শোনা কেউ যদি অর্থ পাচার, জঙ্গীর অর্থায়ন ইত্যাদি অপরাধের সাথে জড়িত থাকে তবে সে সকল তথ্যও আপনি আমাদের দিতে পারেন।
ওয়ান্টেড লিস্টঃ আপনি কিংবা আপনার কোন আত্মীয়/বন্ধু-বান্ধব কিংবা পরিচিত কেউ যদি এমন কোন ব্যক্তি বা গোষ্ঠীর সন্ধান জেনে থাকেন যাদের পুলিশ কিংবা আইন প্রণয়নকারী সংস্থা দীর্ঘ দিন ধরে খুঁজছে, তবে সেটিও আমাদের জানাতে পারেন।
কিভাবে এপ্লিকেশনটি ব্যবহার করবেনঃ
এপ্লিকেশনটির হোম পেইজে থাকা যেকোন ১টি বাটনে ক্লিক করে আপনি বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ন তথ্য আমাদের দিতে পারবেন। তারকা (*) চিহ্নিত অংশ অবশ্যই পূরণ করতে হবে। প্রথমে অপরাধের তথ্য টাইপ করবেন। তারপরেই আপনি পাবেন “অপরাধের ঘটনাস্থল” নামক একটি ড্রপ-ডাউন মেনুবার।
অপরাধের ঘটনাস্থলঃ এখানে আপনি ৩(তিন)টি অপশন পাবেনঃ মহানগর এলাকা/জেলা/বাংলাদেশের বাইরে। এই ৩ (তিন) টির মধ্য থেকে আপনাকে আপনার কাঙ্কিত ঘটনাস্থলটি নির্বাচন করতে হবে। আপনার দেয়া তথ্যটি যদি কোন মেট্রোপলিটন এলাকায় হয়ে থাকে তবে আপনি নির্বাচন করবেন “মহানগর এলাকা”। আবার, আপনার দেয়া তথ্যটি যদি হয়ে থাকে বাংলাদেশের কোন একটি জেলার, তবে আপনি “জেলা” নির্বাচন করবেন। অপরদিকে, আপনার তথ্যটি যদি দেশের বাইরের কোন স্থানে ঘটে যাওয়া তথ্য হয়ে থাকে তবে “বাংলাদেশের বাইরে” নির্বাচন করতে হবে।
আপনি যদি অপরাধের ঘটনাস্থলে মহানগর এলাকা” নির্বাচন করে থাকেন, তবে ঠিক তার নিচেই আপনি “মহানগরের নাম” লেখা অপর একটি ড্রপ-ডাউন মেনুবার পাবেন যেখানে থেকে আপনি আপনার কাঙ্খিত মহানগরের নাম নির্বাচন করতে পারবেন। অতঃপর তার নিচে অবস্থিত অপর একটি ড্রপ-ডাউন মেনুবার থেকে সংশ্লিষ্ট মহানগরের যেই থানার অধীনে ঘটনাটি ঘটেছে সেই থানার নামটি আপনাকে নির্বাচন করতে হবে। অনুরুপভাবে, অপরাধের ঘটনাস্থল এর পরেই আরেকটি অংশ পাওয়া যাবে যেটি হলো “তথ্য দাতার পরিচয়”।
তথ্য দাতার পরিচয়ঃ
তথ্য দাতার পরিচয় নিঃসন্দেহে গোপন রাখা হবে এবং এটি পূরণ করা বাধ্যতামূলক নয়। এটি তথ্য দাতার সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। তবে কেউ যদি তার তথ্য দিতে চায় তবে এই অংশে তথ্য দাতার নাম, ফোন নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয় পত্র ও ঠিকানা পূরণ করতে হবে। সবশেষে প্রদত্ত তথ্য সংক্রান্ত কোন ছবি, ডকুমেন্ট, ভিডিও বা অডিও থাকলে সংযুক্ত করুন (যদি থাকে)।তবে, সংযুক্ত করার মত কিছু না থাকলেও কোন সমস্যা হবে না। অতঃপর আপনার পূরণকৃত গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের নিকট পৌছানোর জন্য “SUBMIT” বাটনে ক্লিক করতে পারেন। অথবা তথ্যটি আমাদের নিকট প্রেরণ না করে মুছে ফেলতে চাইলে “CANCEL” বাটনে ক্লিক করতে পারেন। “SUBMIT” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি একটি বার্তা পাবেন “আপনার তথ্যটি সঠিকভাবে জমা হয়েছে।
যোগাযোগঃ
ওসি, কন্ট্রোলরুম, এটিইউ
ফোনঃ +৮৮-০২-৪১০৮১৩৫২
মোবাইলঃ +৮৮-০১৭৬৯৬৯৫৫৯৯
ফ্যাক্সঃ +৮৮-০২-৪৮৮১০৭৪৫
ই-মেইলঃ [email protected]
সর্বস্বত্ব সংরক্ষিত:
এন্টি টেরোরিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ।
User reviews
Similar apps
Here are some Android apps that are similar to Inform ATU: